প্রশান্তি আন্তজার্তিক ডেক্স ॥ গত কয়েকদিন থেকে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হচ্ছে, পাকিস্তানে চীনা সেনা মোতায়েন করা হয়েছে এবং ভারতকে চাপে ফেলতে তারা পাকিস্তানি ঘাঁটিও ব্যবহার করছে। তবে ভারতীয়দের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।
গত বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বলছে, চীনের কোনও সেনা পাকিস্তানে প্রবেশ করেনি এবং চীনা বাহিনীকে কোনো ঘাঁটি ব্যবহারেরও অনুমতি দেয়া হয়নি।
এ ধরনের খবর ভিত্তিহীন জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতের কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, পাকিস্তানে চীনা সেনাবাহিনী প্রবেশ করেছে এবং তাদের উত্তরাঞ্চলীয় স্কারদু শহরের বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। এ ধরনের খবর প্রকাশের মাধ্যমে দায়িত্বজ্ঞানহীন কাজ করেছে কিছু সংবাদমাধ্যম।
পাকিস্তান সেনাবাহিনী বলছে, এমন কোনও ঘটনাই ঘটেনি এবং কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় সেনা মোতায়েন বাড়ানোর যে খবর প্রচার করা হয়েছে, সেটিও পুরোপুরি মিথ্যা।
এর আগে, গত বছরও এ ধরনের খবর বেরিয়েছিল। সেসময় বলা হয়েছিল, চীনকে নিজেদের ভূখণ্ডে সামরিক ঘাঁটি নির্মাণের অনুমতি দিয়েছে পাকিস্তান। তবে ইসলামাবাদ বরাবরই এসব খবরের সত্যতা প্রত্যাখ্যান করেছে।
সূত্র: পার্সটুডে