ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রণোদনা ও সহজ শর্তে ঋণের দাবীতে দেশব্যাপী বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ঘোষিত একযোগে সকাল ১১টায় অবস্থান কর্মসূচী পালন করেছে কসবা উপজেলার কিন্ডারগার্টেন উদ্যোক্তা, শিক্ষক ও অভিভাবকগন । গতকাল বুধবার (৮ জুলাই) সামাজিক দুরত্ব বজায় রেখে কসবা প্রেসক্লাবের সামনে বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এ কর্মসূচীর প্রতি সংহতি প্রকাশ করলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ব্যবস্থাপনায় এ অবস্থান কর্মসূচী পালিত হয়।
বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র মহাসচিব সিডিসি স্কুলের পরিচালক ও অধ্যক্ষ কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কিন্ডারগার্টেন
এসোসিয়েশনের সভাপতি ইমাম প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মো.জয়নাল আবেদীন, কসবা মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো.তসলিম মিয়া, কসবা পৌরসভার প্যানেল মেয়র মো.আবু জাহের। এসময় উপজেলার সকল কিন্ডারগার্টেন’র শিক্ষক প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। বৃহত্তর কুমিল্লা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মো.সোলেমান খান বলেন; কোভিড-১৯ মহামারির কারনে সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করে সরকার। এতে করে ১৮ মার্চ থেকে সরকারী ও বেসরকারী স্কুলগুলোর সাথে সারা দেশের কিন্ডারগার্টেনগুলোও বন্ধ হয়ে যায়। টিউশন ফি’র অভাবে বেতন দেয়া যাচেছনা শিক্ষকদের। এতে করে মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে কিন্ডারগার্টেন শিক্ষক-শিক্ষিকাদের। সরকারের নিকট দাবী, কিন্ডারগার্টেনগুলোকে সরকারী ভাবে প্রণোদনা ও সহজ শর্তে ঋনের ব্যবস্থা করে না দিলে হুমকিতে পড়বে সরকারের টেকসই উন্নয়ন। ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মো.জয়নাল আবেদীন বলেন; সরকারের গৃহীত সকল কর্মসূচী বাস্তবায়নে আমরা ভুমিকা রেখে আসছি। বর্তমানে করোনা মহাদূর্যোগে কিন্ডারগার্টেন স্কুলগুলোর উদ্যোক্তা, শিক্ষক-শিক্ষিকাগন নাজুক পরিস্থিতিতে রয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।