রিমান্ডে আসামির মৃত্যু…পুলিশ বলছে আত্মহত্যা

প্রশান্তি ডেক্স ॥  চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের হেফাজতে আফসার আলী নামে হেরোইন মামলার এক আসামির মৃত্যু হয়েছে । গত সোমবার (৬ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে মারা যায় ওই আসামি।

পুলিশের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। তবে অভিযোগ উঠেছে তদন্ত কর্মকর্তার নির্যাতনে তার মৃত্যু হয়েছে। নিহত আফসার আলি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর মধ্যপাড়া মহল্লার মোহাসিন আলীর ছেলে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, গত  সোমবার সন্ধ্যার দিকে আফসার আলীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তিনি থানার স্ট্যান্ড ফ্যানের তার গলায় জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সিসিটিভিতে সেই দৃশ্য দেখে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান আফসার।

তবে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রোহানী আক্তার জানান, সন্ধ্যা ৭টার কিছু পরে শ্বাসকষ্ট ও বুকে ব্যথাজনিত কারণে আফসার আলীকে পুলিশ সদর হাসপাতালে নিয়ে আসে। প্রায় এক ঘণ্টা তাকে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসার এক পর্যায়ে তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জাকিউল ইসলাম সাংবাদিকদের বলেন, মঙ্গলবার (৭ জুলাই) মরদেহ দেখবেন তিনি। এরপরই মৃত্যুর প্রাথমিক কারণ জানানো হবে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা এলাকার একটি আম বাগান থেকে গত রোববার (৫ জুলাই) দুপুরে ১ কেজি ১৯৫ গ্রাম হেরোইনসহ আফসারকে আটক করে র‌্যাব। পরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। সোমবার আদালতে নিয়ে ৫ দিনের রিমান্ড চাইলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর সন্ধ্যার দিকে আদালতের প্রক্রিয়া শেষে আফসারকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিয়ে এসে হাজতে রাখা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published.