প্রশান্তি আন্তজার্তিক ডেক্স ॥ ২০১৩ সালে ইউনান প্রদেশের একটি পরিত্যক্ত খনিতে বাদুড়ের প্রচণ্ড উত্পাত বেড়ে গিয়েছিল। সেই খনি থেকে বাদুড়ের মল পরিষ্কার করেছিলেন কয়েকজন কর্মী।
তাদের মধ্যে ছয় জন তীব্র নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন এবং তিন জন মারা গিয়েছিলেন। আক্রান্ত ও মৃত্যুর অন্যতম কারণ হিসেবে বলা হয়েছিল, বাদুড়ের দেহ থেকে করোনা জাতীয় কোনো ভাইরাস ঐ কর্মীদের শরীরে প্রবেশ করেছিল। তখন ভাইরাসের ‘ফ্রোজেন’ নমুনা উহানের ল্যাবে পাঠানো হলেও তারপর গবেষণা বেশি দূর এগোয়নি।
এদিকে চীনের বায়নুর শহরে বিউবোনিক প্লেগের রোগী পাওয়া গেছে। রোগী এখন কোয়ারেন্টাইনে স্থিতিশীল অবস্থায় আছেন। তিন নম্বর লেভেলের একটি সতর্কতা জারি করা হয়েছে। এই প্লেগটি ব্যাক্টেরিয়ার সংক্রমণ থেকে ছড়ায়। এটা প্রাণঘাতী হতে পারে। —বিবিসি