সাইফুল ইসলাম ॥ ঘুষ আর দূর্নীতি ছাড়া যেন সরকারি অফিস গুলো চলে না, টাকা না দিলে ফাইল লড়ে না, মনে হয় সরকার তাদেরকে দিয়ে বিনা বেতনে কাজ করাচ্ছে। যার কারণে তারা ঘুষ ছাড়া কাজ করে না, ঘুষ নেওয়া তাদের কাছে কোনো বেপার না; বরং অধিকার ও ন্যার্য দাবী, কারণ তারা এই পৃথিবীতে সারা জীবন থাকবে, যার ফলে ঘুষ খেলে আর সমস্যা নাই। ঘুষ এখন তাদের কাছে ফরজ বা যায়েজ (কমন) হয়ে গেছে, ঘুষের টাকা তারা যেভাবে নিচ্ছে মনে হয় তারা ঘুষ নিচ্ছে না, এটা তারা তাদের পাওনা টাকা নিচ্ছে।
আমি গত দুই দিন এই ভূমি অফিসে গিয়ে অনেক অনিয়ম দেখলাম, অনেক অফিসার সকাল ১১টায় আসে, আবার একজন কে পাওয়া গেলে, আরেক জনকে পাওয়া যায় না। এই হলো তাদের দৈনন্দিক কাজের রুটিনমাফিক গতি। তবে ঘুষ দিলে কাজ হবে আর না দিলে বার বার আসতে হবে।
আমি ধারাবাহিকভাবে এর বিস্তারিত বিবরণ তুলে ধরব। কে কে এবং কিভাবে এই ঘুষ বাণিজ্যের সঙ্গে জড়িত। নামসহ উল্লেখ করে প্রমানাদিও যুক্ত করব।