সংকটে যারা প্রতারণা করেছে, তারা ছাড় পাবে না…কাদের

প্রশান্তি ডেক্স॥  করোনাভাইরাস সংকটে যারা প্রতারণার আশ্রয় নিয়েছে, সরকার তাদের কোনো ছাড়া দেবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গত  বুধবার (৮ জুলাই) সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস সংকট এক শ্রেণির অসাধু চক্র প্রতারণার আশ্রয় নিচ্ছে, মানুষ ঠকাচ্ছে। এ সকল প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে।

তিনি বলেন, আমাদের কিছু মানুষ সংক্রমণ লুকিয়ে, তথ্য গোপন করে চলাফেরা করছে। শুধু তাই নয়, করোনা নেগেটিভ সনদ নিয়ে বিদেশে গিয়ে এয়ারপোর্টে পজিটিভ হিসেবে চিহ্নিত হচ্ছে। বিদেশে যাওয়ার এই তীব্র প্রতিযোগিতা এবং সত্য গোপন রাখায় বিদেশে দেশের ভাবমুর্তি নষ্ট হতে পারে। লাখ লাখ প্রবাসীদের অবিশ্বাস আর অনিশ্চয়তার আঁধারে ঠেলে দিচ্ছে।

ঈদে মহামারীর বিস্তার রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সড়কমন্ত্রী বলেন, সমাগম এড়িয়ে চলতে হবে নিজের ও পরিবারের স্বার্থে। পশুর হাট, বাস, লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন, ফেরিড়াট শপিংমল, কাঁচাবাজারসহ প্রতিটি স্থানে পারস্পরিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষা তৈরি করতে হবে।

Leave a Reply

Your email address will not be published.