দূর্নীতির সাথে এক ঘন্টাও থাকতে চাইনা…স্বাস্থ্য সচিব

প্রশান্তি ডেক্স ॥ দূর্নীতির সাথে আর এক ঘন্টাও থাকবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। গত সোমবার (১৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ সদরের ১শ’ শয্যা জেনারেল হাসপাতালসহ করোনা রোগিদের চিকিৎসার বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে এসে তিনি এ হুঁশিয়ারি দেন।

স্বাস্থ্য সচিব বলেন,দূর্নীতির বিরুদ্ধে প্রতিদিনই কোন না কোন উদ্যোগ আমরা গ্রহণ করছি। স্বাস্থ্য আধিদপ্তরের ডিজির কাছে ব্যখা চাওয়াসহ গতকালও একজন প্রফেসর চিকিৎসকে বরখাস্ত করার কথা জানিয়ে তিনি বলেন, রিজেন্ট হাসপাতাল ও জেকেজির যারা অপরাধ করেছে তাদের কাউকে আমরা ছাড় দিচ্ছি না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন কোন জায়গায় অনিয়মদূর্নীতির কোন তথ্য প্রমাণ পেলে কাউকে ছাড় দেয়া হবে না।

স্বাস্থ্য সচিব আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দূর্নীতির বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা দিলেও তথ্য উপাথ্য এবং উপযুক্ত প্রমাণ পেতে অনেক সময় কিছুটা বিলম্ব হয়। তবে দেশের সরকারি বেসরকারি যে কোন হাসপাতালে কোন ধরণের দূর্নীতির অভিযোগ পেলে কাউকে ছাড় দেয়া হবে না এবং সাথে সাথে ব্যবস্থা নেয়াসহ বেসরকারি প্রতিষ্ঠান সীলগালা করে দেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। স্বাস্থ্য সচিব বলেন, স্বাস্থ্য খাতকে দূর্নীতিমুক্ত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশন তৎপর রয়েছে। আমরা চাই সত্য বেরিয়ে আসুক এবং আমরা সত্যের সাথেই থাকতে চাই।

ব্রিফিং শেষে স্বাস্থ্য সচিব সদর জেনারেল হাসপাতালে জরুরি সভায় অংশ নেন। পরে নগরীর খানপুরে সরকারি করোনা চিকিৎসা কেন্দ্র ৩শ’ শয্যা হাসপাতাল ও সিদ্ধিরগঞ্জে বেসরকারি প্রতিষ্ঠান সাজেদা হাসপাতাল পরিদর্শন করেন।

এসময় আরও ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব তানজিয়া সালমা, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, ৩শ’ শয্যা হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. গৌতম রায়, জেলা করোনা ফোকাল ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম এবং সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হাসান বিন আলীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published.