প্রশান্তি ডেক্স ॥ জামালপুরের ইসলামপুরে প্রায় ৪০ জন বরযাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদ্যুৎ (১৪) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে চিনাডুলী ইউনিয়নের পূর্ব বামনা গ্রামের ফলঠু মিয়ার মেয়ে। সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টায় উপজেলার চিনাডুলী ইউনিয়নের ডেপরাইপেচ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও আলভী (১৪) নামে এক কিশোরী নিখোঁজ রয়েছে। সে একই গ্রামের আব্দুল হকের মেয়ে।
এলাকাবাসী জানায়, গত সোমবার পূর্ব বামনা গ্রামের বুধু মিয়ার ছেলে আলমগীরের বিয়ের অনুষ্ঠান ছিলো পাশ্ববর্তী মেলান্দহ উপজেলার খাসিমারা গ্রামে। বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে চিনাডুলী ইউনিয়নের ডেপরাইপেচ এলাকার যমুনার শাখা নদীতে রাত ৯ টার দিকে বরযাত্রীদের বহনকারী নৌকাটি ডুবে যায়। বরযাত্রীদের মধ্যে অন্যরা বেঁচে গেলেও পানিতে ডুবে মারা যায় বিদ্যুৎ। স্রোতে ভেসে নিখোঁজ হয় আলভী।
এ রিপোর্ট লেখার মুহুর্তে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল আলভীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম প্রাথমিকভাবে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।