করোনাকালে আকাশে খালি চোখে দেখা যাবে যে বিরল দৃশ্য

প্রশান্তি আন্তজার্তিক ডেক্স ॥ করোনা পরিস্থিতিতে চারপাশেই যেন বিষন্নতার আবহ। সবদিকেই খারাপ খবর। এরই মাঝে মহাকাশে দেখা যাবে এক অভূতপূর্ব দৃশ্য। চলতি সপ্তাহেই সেই বিরল দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে পৃথিবী।

তীব্র গতিবেগে পৃথিবীর দিকে ছুটে আসবে ধূমকেতু। তার আলোর ছটার পরিধি কয়েক কিলোমিটার দীর্ঘ। আর সেই দৃশ্যই দেখা যাবে খালি চোখে। ধূমকেতুর নাম C/2020 F3। গত মার্চ মাসেই সেই ধূমকেতু আবিষ্কার করা হয়েছে। আগামীকাল ১৪ জুলাই থেকে আকাশে দেখা যাবে তাকে। তবে এই ধূমকেতু শীতল। এখন তার লক্ষ্য পৃথিবী। দুরন্ত গতিতে সে পৃথিবীর দিকে এগিয়ে আসছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, সাধারণত এই ধরনের দৃশ্য দেখার জন্য দূরবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। কিন্তু এক্ষেত্রে একেবারে খালি চোখেই দেখা যাবে সেই দৃশ্য। তবে টেলিস্কোপ দিয়ে আরও স্পষ্টভাবে দেখা যাবে এই দৃশ্য।

গত ১৪ জুলাই মহাকাশে স্পষ্ট হয়ে জ্বলজ্বল করে উঠবে এই ধূমকেতু। এরপর একটু একটু করে এগিয়ে আসবে। ২২ থেকে ২৩ জুলাই আরও রূপসী হয়ে উঠবে ধূমকেতু। পরের ২০ দিন সূর্যাস্তের পর ২০ মিনিট করে দেখা যাবে সেই ধূমকেতু। প্রত্যেকদিন একই জায়গায় দেখা যাবে সেটিকে।

Leave a Reply

Your email address will not be published.