কসবায় মাদক বিরোধী অভিযানে ১৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার ২১ জুলাই রাতে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে যায় মাদক কারবারীরা। এঘটনায় কসবা থানা এসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে ৩ জনকে আসামী করে মাদক আইনে মামলা রুজু করেছেন। পলাতক আসামীরা হলো গৌরাঙ্গলা গ্রামের মৃত আবদুল বারেক মিয়ার ছেলে হুমায়ুন (৫০), আবদুল খালেক মিয়ার ছেলে ইকবাল হোসেন ভুট্রো (৪০) ও বালিয়াহুরা গ্রামের খুরশিদ মিয়ার ছেলে মুকতুল হোসেন ওরফে কানামতি। কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান; গত মঙ্গলবার রাতে উপজেলার নয়নপুর বাজারের মধ্য দিয়ে ওই তিন আসামীর নেতৃত্বে ১৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল পাচার করছিলো এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে আসামীরা মাদক ফেলে পালিয়ে যায়। পরে মাদক উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published.