হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ যুক্তরাষ্ট্রের

প্রশান্তি আন্তজার্তিক ডেক্স ॥ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে চীনের কনস্যুলেট শুক্রবারের মধ্যে বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে মার্কিন সরকার। বেইজিং এই নির্দেশকে “চরম উসকানিমূলক“ এবং “নজিরবিহীন স্পর্ধা“ হিসাবে বর্ণনা করে পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছ। নিউ ইয়র্ক টাইমস পত্রিকা লিখছে, হিউস্টনে চীনা কনস্যুলেট ভবন থেকে ধোঁয়ার কুন্ডুলি উড়তে দেখা গেছে, এবং ধারনা করা হচ্ছে অফিস বন্ধ করার আগে চীনা কর্মকর্তারা তাদের নথিপত্র হয়ত পুড়িয়ে ফেলছেন। যুক্তরাষ্ট্র বলছে মেধাস্বত্ব রক্ষার জন্য তাদের এই পথ নিতে হয়েছে। গত মঙ্গলবার, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলে যে চীন করোনাভাইরাস টিকা গবেষণায় হ্যাকিং করার চেষ্টা করছ। দুজন চীনা নাগরিককে এই হ্যাকিংয় জড়িত থাকার জন্য অভিযুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.