প্রশান্তি ডেক্স ॥ নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় একটি দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন বেসরকারি বিশ^বিদ্যালয় ও শিক্ষা বোডের নামে জাল শিক্ষা সনদ এবং ভুয়া জন্ম নিবন্ধন তৈরির অভিযোগে রাশেদ আহম্মেদ নামে এক প্রতারককে আটক করেছে র্যাব। গত সোমবার (২০ জুলাই) বিকেলে সান্তনা মার্কেটের বিসমিল্লাহ কম্পিউটার নামের দোকানে র্যাব-১১ এ অভিযান চালায়। এ সময় ওই দোকান থেকে আটটি ভুয়া শিক্ষা সনদ, তিনটি ভুয়া জন্ম নিবন্ধন সনদ ও নগদ ১ লক্ষ ২৩ হাজার টাকাসহ প্রতারক রাশেদকে আটক করা হয়। র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক জসিম উদ্দীন চৌধুরী জানান, রাশেদ নিজেকে জয়যাত্রা টিভির সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্নজনের সাথে প্রতারণার পাশাপাশি দীর্ঘদিন যাবত তার দোকানে জাল সদন তৈরির কাজ করতো। সে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিসহ ঢাকা, কুমিল্লা ও বরিশাল শিক্ষা বোডের নামে বিভিন্ন জাল শিক্ষা সনদ তৈরি করে মানুষের সাথে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ ছিল। এমনকি সে ২০০৪ সালে বাণিজ্য বিভাগ থেকে বি গ্রেড নিয়ে এসএসসি পাস করলেও নিজের নামে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ-৫ এর ভুয়া সনদ তৈরি করে ব্যবহার করে আসছে। গোয়েন্দা নজরদারির মাধ্যমে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে র্যাব তার দোকানে অভিযান চালায়। আটকের পর রাশেদ তার এসব অপরাধের কথা স্বীকারও করেছে। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব জানিয়েছে।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post