ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ এর আহ্বানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আনিসুল হক এমপি মহোদয়ের পরামর্শক্রমে ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের নির্দেশক্রমে মাদক মুক্ত কসবা উপজেলা গড়ার লক্ষে কসবা থানা অফিসার ইনচার্জ, কসবা প্রেসক্লাবের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন। গত মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাদক মুক্ত কসবা গড়ার লক্ষে পুলিশ ও সাংবাদিকগণ ঐক্যমত পোষন করেন। আগামী ডিসেম্বর মাসের মধ্যে কসবা উপজেলাকে মাদক মুক্ত করার জন্য কসবা থানার পক্ষ থেকে বিশেষ কর্মসুচি গ্রহণ করা হয়। কসবাকে ৫টি সেক্টরে ভাগ করে পুলিশের পাঁচটি টিম মাদক নির্মূলে কাজ করবে। বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় মাদক বিরোধী সমাবেশ, মাদক ব্যবসায়ীদের চিহ্নিতকরণ, কুখ্যাত মাদক ব্যবসায়ীদের বাড়িকে মাদক ব্যবসায়ীর বাড়ি নামকরণ, সমাজ থেকে তাদের বয়কট করা ও বিশেষ চিরনী অভিযান পরিচালনাসহ নানা ধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া এ কর্মসুচিতে সাংবাদিক, রাজনীতিবিদ, সমাজকর্মী ও জনপ্রতিনিধিদের এ সকল কর্মকান্ডে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। মতবিনিময় সভায় কসবা থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন, ওসি (তদন্ত) মো. আসাদুল ইসলাম ও সেকেন্ড অফিসার মো. জিহাদ দেওয়ান। কসবা প্রেসক্লাবের পক্ষে কসবা প্রেসক্লা সভাপতি মো. সোলেমান খান, সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা সহ-সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, অর্থ-সম্পাদক মো. অলিউল্লাহ সরকার অতুল, দপ্তর সম্পাদক রুবেল আহম্মেদ, সদস্য মো. শাহআলম, শেখ মো. কামাল উদ্দিন, ভজন শংকর আচার্য্য উপস্থিত ছিলেন। অন্যান্য সাংবাদিদের মধ্যে ছিলেন বিজয় টিভি’র জেলা প্রতিনিধি মো. আনোয়ার হোসেন উজ্জণ ও অনলাইন জেটিভির প্রতিনিধি মো. লিয়াকত মাসুদ।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post