ঘাস খেয়ে থাকবো, তবুও সেনাবাহিনীর বাজেট বাড়াবো’

প্রশান্তি আন্তজার্তিক ডেক্স ॥  প্রয়োজনে তিনি ঘাস খেয়েও থাকতে পারেন। তবুও সেই টাকায় দেশের সেনাবাহিনীর অর্থ বরাদ্দ বৃদ্ধিতে সাহায্য করবেন। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।

এককালে বল হাতে যাঁর রান আপ দেখলেই বিপরীত দলের অনেক ব্যাটসম্যানদের হৃৎকম্প হত, সেই ‘‌রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’-এর মন্তব্য, ‘‌যদি আল্লাহ আমায় সেই ক্ষমতা দেন, আমি ঘাস খেয়ে থাকব কিন্তু আমি সেনাবাহিনীর বাজেট বাড়াব। আমি পাকিস্তানের সেনা প্রধানকে আমার সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে বলব। যদি বাজেট ২০ শতাংশ হয়, তাহলে আমি সেটাকে ৬০ শতাংশ করব। আমরা যদি পরস্পরকে অপমান করি, ক্ষতি আমাদের দেশেরই।’

শোয়েবের দাবি, তিনি দেশের হয়ে বুকে একটি বুলেটের ক্ষত নিতে চেয়েছিলেন এবং সেজন্যই ১৯৯৯ সালে কাউন্টি খেলার প্রস্তাব ফিরিয়ে দেন। কারণ কারগিল যুদ্ধে লড়ার ইচ্ছা ছিল তাঁর। বিস্ময় প্রকাশ করে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেছেন, তিনি বুঝতেই পারেন না কেন সাধারণ মানুষ এবং সেনাবাহিনী পরস্পরের সঙ্গে মিলেমিশে কাজ করতে পারে না।

বিশ্ব ক্রিকেট ইতিহাসের অন্যতম ফাস্ট বোলারের মধ্যে একজন শোয়েব আখতার, সারা বিশ্বের ক্রিকেটার এবং ক্রিকেটপ্রেমীদের কাছে প্রিয়। তাঁর মুখে এধরনের কথাবার্তায় স্বভাবতই সমালোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.