কসবায় ৯ কেজি গাজাসহ প্রাইভেটকার ও সিএনজি জব্দ ॥ আটক-১

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল (১৩ আগষ্ট) বৃহস্পতিবার ভোরে কসবা-নয়নপুর সড়কের কামালপুর এলাকা থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯ কেজি গাজাসহ সোহেল (২৫) নামে ১ জনকে আটক করেছে পুলিশ। এসময় গাজা বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি সিএনজি জব্দ করেছে পুলিশ। আটককৃত সোহেল মিয়া উপজেলার কামালপুর গ্রামের রফিক মিয়ার ছেলে। এ ঘটনা এস.আই আনোয়ার হোসেন বাদী হয়ে ৪ জনকে আসামী করে মাদক আইনে মামলা রুজু করেছেন। পলাতক রয়েছে একাধিক মাদক মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী পৌর এলাকার চকবস্তা গ্রামের জুয়েল, রুমন ও গাড়ীর চালক (অজ্ঞাত)।

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার নয়নপুর এলাকা থেকে একটি প্রাইভেটকারে গাজা পাচারের গোপন সংবাদে কামালপুর এলাকায় এস.আই আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ী ফেলে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী জুয়েল, রুমন ও প্রাইভেট কারের চালক। এসময় গাড়ীর ভেতর থেকে ৯ কেজি গাজা উদ্ধার করা হয় এবং গাজা পাচারে সহায়তায় করার দায়ে আটক করা হয় সিএনজি চালক সোহেলকে। আটককৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেফতারকৃতদের অব্যাহত আছে। এর মধ্যে পলাতক জুয়েল ও রুমনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.