ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া), ॥ গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে কসবা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার নয়নপুর বাজার থেকে ৮ বস্তা ভারতীয় আতশবাজী উদ্ধার করেছে। এ সময় পুলিশ দোকান মালিক শ্যামল ভৌমিককে গ্রেফতার করেছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নয়নপুর বাজারের শ্যামল ভৌমিক এর গুদাম থেকে ওই আতশবাজিগুলো উদ্ধার করা হয়েছে। কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যা স্বীকার করে সাংবাদিকদের বলেন, ৮ বস্তা ভারতীয় আতশবাজিসহ শ্যামল ভৌমিককে গ্রেফতার করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।