কসবায় পন্য বিপনন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা পন্য বিপনন মনিটরিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ আগষ্ট) উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন; যুগ্ন-সচিব ও বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য শাহ মো.আবু রায়হান আল বেরুনী। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন; উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভ’ইয়া জীবন। মতবিনিময় সভায় বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন. বায়েক ইউনিয়ন চেয়ারম্যান আল মামুন ভূইয়া, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, প্রানীসম্পদ কর্মকর্তা মো.জাকির হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা মো.আনোয়ার হোসেন ও মেহারী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আবদুল হালিম প্রমূখ।প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন; বাংলাদেশের তৃনমূল পর্যায়ে পন্য বিপননে অস্বচ্ছতা ও অরাজকতা রয়েছে। সরকার উপজেলাগুলোতে পন্য বিপননে একটা জবাবদিহিতার প্রয়োজনীয়তা কথা বিবেচনা করে নানামূখী পদক্ষেপ গ্রহন করেছে। তিনি বলেন; প্রতি মাসে এই কমিটি সভা করে বিপননের খবরাখবর নিয়ে ব্যবস্থা গ্রহন করবেন।

Leave a Reply

Your email address will not be published.