জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘ভুয়া যুগ্ম সচিব’ গ্রেপ্তার

প্রশান্তি ডেক্স ॥  জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভুয়া ‘যুগ্ম সচিব’ পরিচয়দানকারী আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে গত বুধবার (১৯ আগস্ট) বিকালে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ। পল্টন-হাইকোর্ট এলাকার সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গেপ্তার আবুল কালাম আজাদের বাড়ি নারায়ণগঞ্জ। তার বাবার নাম মৃত. আবুল হাসেম মিয়া বলে জাতীয় পরিচয় পত্রে উল্লেখ থাকলেও তার প্রকৃত বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার কাঁঠালতলী গ্রামে বলে পুলিশ জানিয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ওই ব্যক্তি জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে রাজউকের আওতাধীন ঝিলমিল প্রকল্পে প্লট পাইয়ে দেয়ার কথা বলে এক ব্যাংক কর্মকর্তার কাছ থেকে কয়েক দফায় বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন।

ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তার প্লট পাওয়ার আবেদনসহ সব কাগজপত্র তার নিজের কাছে জমা রেখে দেন। পরে আবেদন অনুমোদ হয়েছে বলে জানিয়ে কয়েক দফায় পৌনে ১০ লাখ টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা বাদী হয়ে রাজধানীর সবুজবাগ থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে সিআইডি ইকোনমিক শাখার একটি চৌকশ দল তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর ওই ব্যক্তি প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছেন। এ ছাড়া তার এনআইডিতে ব্যবহৃত ঠিকানাটিও ভুয়া।

Leave a Reply

Your email address will not be published.