সমালোচনার জবাবে ট্রাম্প…ওবামা ‘ভয়ঙ্কর’ নেতা ছিলেন

প্রশান্তি আন্তজার্তিক ডেক্স ॥  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরি প্রেসিডেন্ট বারাক ওবামার কঠোর সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে ঝুঁকির মুখে ফেলে দেয়ায় গত বুধবার ওবামা ট্রাম্পকে অযোগ্য প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেন। এরপরই ট্রাম্প সমালোচনার জবাব দিলেন।

ট্রাম্প গত বুধবার সাংবাদিকদের বলেন, ওবামা একজন ‘অকার্যকর’ ও ‘ভয়ঙ্কর’ নেতা ছিলেন। খবর এএফপি’র।

প্রেসিডেন্ট বলেন, তার আমাদেরকে রেখে যাওয়া এবং মুর্খতাপূর্ণ লেনদেন করার ভয়ঙ্কর চিত্র আমি দেখেছি।তিনি বলেন, প্রেসিডেন্ট ওবামা কোন ভালো কাজ করেননি।

ট্রাম্প তার যুক্তি তুলে ধরে বলেন, প্রেসিডেন্ট ওবামা এবং বাইডেনের এমন কর্মকান্ডের কারণেই আমি এখানে এসেছি।

প্রসঙ্গত, ডেমোক্রেটিক কনভেনশনে দেয়া বক্তব্যে ওবামা ট্রাম্পের সমালোচনা করে বলেন, আন্তরিকভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে ট্রাম্পকে কখনো যোগ্যতা প্রদর্শন করতে দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published.