শেখ হাসিনা অন্যায়ের কাছে মাথা নত করেন না…শামীম

প্রশান্তি ডেক্স ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যায়ের কাছে কখনো মাথা নত করেন না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপমন্ত্রী শামীম বলেন, পদ্মাসেতু নিয়ে দেশি-বিদেশ অনেক ষড়যন্ত্র হয়েছে। পদ্মাসেতু নির্মাণে বিশ্বব্যাংকের টাকা দেওয়ার কথা থাকলেও দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু শেখ হাসিনা অন্যায়ের কাছে মাথা নত করেননি।

তিনি নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন জাতির পিতার কন্যা কখনও অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না। শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র ও ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাচ্চু বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, শরীয়তপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ কোতোয়াল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.