করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশকে ডব্লিউএইচও মহাপরিচালকের সাধুবাদ

প্রশান্তি ডেক্স ॥ করোনাভাইরাস নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের চলমান কার্যক্রম ও নানাবিধ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক ড. গেব্রেইয়েসুস। একইসঙ্গে তিনি বিশ্বব্যাপী এই সংক্রমণ মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সমর্থন দান ও সহযোগিতা করার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। গত বৃহস্পতিবার জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান বিদায়ী সাক্ষাতে গেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার

মহাপরিচালক বাংলাদেশের চলমান করোনা পরিস্থিতি নিয়ে তার মূল্যায়ন তুলে ধরেন। ড. গেব্রেইয়েসুস কক্সবাজারে আশ্রয় নেয়া জনবহুল রোহিঙ্গা শিবিরে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জেনেভায় কর্মরত থাকা অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় রাষ্ট্রদূত আহসানের হাতে একটি বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published.