সংঘষোর জন্য মার্কিন সেনাদের দোষ দিচ্ছে রাশিয়া

প্রশান্তি আন্তজার্তিক ডেক্স ॥ মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ায় রুশ এবং মার্কিন সেনাদের মধ্যে সংঘষের ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করছে রাশিয়া। গত মঙ্গলবার (২৫ আগস্ট) ইরাক এবং তুরস্ক সীমান্তবর্তী দেরিক অঞ্চলে রুশ ও মার্কিন যুদ্ধযানের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। এতে বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হন। যদিও এ জন্য পরবর্তীকাল বিবৃতির মাধ্যমে ওয়াশিংটনকে দায়ী করেছে মস্কো। রুশ কর্তৃপক্ষ সুস্পষ্ট করে বলেছে, যুক্তরাষ্ট্রের সেনারা রাশিয়ার সেনা টহল দলকে প্রথমে বাধা দেয়। মূলত এর পরপরই এই সংঘষের শুরু হয়।

পরবর্তীকালে রাশিয়ান সেনারা তাদের গাড়ি দিয়ে আমেরিকার একটি গাড়ি ভেঙে চুরমার করে দেয়। আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা এনএসসি বলেছে, গত মঙ্গলবার সকালে রাশিয়ার সেনারা আমেরিকার একটি মাইন-প্রতিরোধী গাড়িকে ধাক্কা দেয় এবং তাতে আমেরিকার চারজন সেনা আহত হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিবৃতির মাধ্যমে জানায়, রাশিয়ার একটি সেনাবহর ওই অঞ্চল দিয়ে যাবে সেটি আগেই মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীকে জানানো হয়েছিল। তা সত্ত্বেও মার্কিন সেনারা রুশ সেনাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। এমন অবস্থায় রাশিয়ার সেনারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। একই সঙ্গে তারা নিজেদের দৈনন্দিন মিশন শেষ করেছে।

Leave a Reply

Your email address will not be published.