বা আ ॥ বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে সুইজারল্যান্ড অগ্রাধিকার দেয় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে সুইজারল্যান্ড প্রচেষ্টা অব্যাহত রেখেছে। উভয় দেশের বাণিজ্য বৃদ্ধির সুযোগ রয়েছে এবং বাণিজ্য সম্পর্কের উন্নতি হয়েছে। গতকাল ঢাকায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির অফিস কক্ষে মতবিনিময়কালে এসব কথা বলেন রাষ্ট্রদূত।
ফার্মাসিউটিক্যাল এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতে বাণিজ্য বৃদ্ধির প্রচুর সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে উভয় দেশের মধ্যে একটি বৈঠক করার প্রস্তাব দেন রাষ্ট্রদূত। তিনি বলেন, এতে করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করা সহজ হবে। এ সময় তিনি বাংলাদেশের করোনা মোকাবেলা এবং করোনাকালে রফতানি বাণিজ্য অব্যাহত রাখার প্রশংসা করেন।
মতবিনিময়কালে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সুইজারল্যান্ডের জন্য লাভজনক বিনিয়োগস্থল হতে পারে। সুইজারল্যান্ডের ব্যবসায়ী ও বিনিয়োগকারী দল বাংলাদেশ সফর করলে ইতিবাচক ফল পাওয়া যাবে। পরিবর্তনশীল বিশ্ববাণিজ্য পরিস্থিতিতে চীন থেকে আমেরিকা, জাপানসহ অনেক দেশ তাদের শিল্প-কলকারখানা রিলোকেশনের সিদ্ধান্ত ঘোষণা করেছে। দেশগুলো বাংলাদেশকে এখন বিনিয়োগের উপযুক্ত স্থান মনে করছে। বাংলাদেশ বিনিয়োগের আনুষ্ঠানিকতা সহজ ও দ্রুত করার পদক্ষেপ নিয়েছে। অতি সহজেই বাণিজ্য করার পরিবেশ সৃষ্টি করেছে। বিনিয়োগের জন্য এখন বাংলাদেশ উপযুক্ত স্থান।