ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রান্তিক বেকার নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিউটিফিকেশন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ অডিটরিয়ামে নিরাপদ দুরত্ব বজায় রেখে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন তহবিলের অর্থায়নে বেকার নারীদের আত্ম কর্মসংস্থান ও হস্তশিল্প প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করতে এই প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়। প্রশিক্ষণে প্রান্তিক পর্যায়ের ১৫ জন বেকার নারী অংশগ্রহন করেন।
বিউটিফিকেশন প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন: উপজেলা সহকারী কমিশনার ভ’মি হাছিবা খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন ফেরদৌসী রাখি, উপজেলা সাব-রেজিষ্ট্রার নাজনিন জাহান। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা।