মাস্ক ও হেলমেট ব্যবহার না করায় কসবায় ভ্রাম্যমান আদালতে ৯ জনকে জরিমানা

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাস্ক ও হেলমেট ব্যবহার না করায় ৯ জন মোটরসাইকেল আরোহী ও পথচারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুরে পৌর শহরে সংক্রামক আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম। এ সময় সাথে ছিলেন কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ

লোকমান হোসেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম বলেন; মহামারী করোনায় স্বাস্থ্য সচেতনতায় মাস্ক ব্যবহারে সরকারী নির্দেশনা থাকলেও তা মানার প্রবণতা কমে আসছে সাধারন মানুষ ও পথচারীদের মাঝে। প্রথম দিকে সকলেই মাস্ক ব্যবহার করলেও বর্তমানে অধিকাংশ পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীরা মাস্ক ব্যবহার করছেনা। সংক্রামক আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করে সাধারন মানুষের মাঝে পুনরায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে । আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.