কসবায় এলজিইডি’র গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষন মাস উদযাপন

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর’র (এলজিইডি) উদ্যোগে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষন মাস অক্টোবর উদযাপন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান

এডভোকেট মো.রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন; কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান ও উপজেলা যুবলীগ সভাপতি এমএ আজিজ। স্বাগত বক্তব্য রাখেন; উপজেলা প্রকৌশলী এটিএম রবিউল আলম। এ সময় এলজিইডি’র হিসাব রক্ষক মো.নজরুল ইসলাম, কমিউনিটি অর্গানাইজার মো.জয়নাল আবেদীন, আরই আরএমপি প্রকল্পের অধীনে কর্মরত নারী শ্রমিকসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.