সঠিক সময়ে ভ্যাকসিন পাওয়ার ব্যবস্থা নিয়েছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রশান্তি ডেক্স ॥ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা যাতে সঠিক সময়ে করোনার ভ্যাকসিন পাই, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। গত বৃহস্পতিবার ( অক্টোবর) দুপুরে সচিবালয়ে দেশব্যাপী ভিটামিন ক্যাম্পেইন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চাই, কোভিড থেকে বাংলাদেশসহ গোটা বিশ্ব মুক্তি পাবে। সে জন্য ভ্যাকসিনের যে প্রয়োজনীয়তা রয়েছে, আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি।

ফাইল ছবি

করোনাভাইরাসের মধ্যে অন্য কার্যক্রম চলছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের সব কর্মকর্তা সঠিকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। গত সাত মাস আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় দিনরাত কাজ করেছে এবং মন্ত্রণালয় থেকে মাঠ পর্যায়ের সব ব্যক্তি কাজ করে গেছেন। ফলে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমাদের দেশে মৃত্যুর হার অন্য অনেক দেশের তুলনায় কম। সুস্থতার হার প্রায় ৭৫ থেকে ৭৬ শতাংশ। সংক্রমণের হারও কমে ১০-১১ শতাংশে নেমেছে।

এসময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূরসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.