আ.লীগ নেতাদের মাস্ক পরে মুখ ঢাকার পরামর্শ বিএনপির

প্রশান্তি ডেক্স ॥   সরকার নানা ভাইরাসে আক্রান্ত উল্লেখ করে বিএনপির সিনিয়র নেতা নজরুল ইসলাম খান ব্যাপক দুর্নীতি ও নারীর প্রতি সংহিংসতার লজ্জা থেকে বাঁচতে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের মাস্ক দিয়ে মুখ ঢেকে রাখার পরামর্শ দিয়েছেন।

গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, ‘সরকার শুধু করোনাভাইরাসে আক্রান্ত না, আরো কয়েকটি ভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে দুর্নীতি-অনাচার ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে তা থেকে বাঁচার জন্য সরকারের লোকজন যারা রাজনৈতিক দল করেন তাদের উচিত দুর্নীতি বিরোধী আরেকটা ভাইরাস প্রতিরোধকারী মাস্ক পড়া।’

ফাইল ছবি

তিনি আরও বলেন, ‘নারী নির্যাতন যেভাবে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে, নারী নির্যাতনের সেই ভাইরাস থেকে বাঁচার জন্যও এই সরকারের লোকজনের আরেকটা মাস্কটা পরা উচিত। এই তিনটা মাস্ক পরলে তারা এই ভাইরাস থেকে কিছু অনুধাবিত হবেন আর লজ্জা থেকে বাঁচার জন্য মুখটাও ঢেকে রাখতে পারবেন।’

অবৈধভাবে ব্যাপক সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের গাড়ি চালক আব্দুল মালেকের গ্রেপ্তার প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, এ থেকে বোঝা যায় দুর্নীতির শিকড় কতটা গভীরে ছড়িয়ে পড়েছে। তিনি বিশ্বের বিশ্বের সবচেয়ে ধনী গাড়ি চালকদের একজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক এখন গাড়ি চালক হতে চায় বলে পোস্ট করছে।’

Leave a Reply

Your email address will not be published.