ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আউটসোসিং এবং গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন; উপজেলা প্রকৌশলী এটিএম রবিউল আলম ও কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাসিনুর রহমান তালুকদার। প্রশিক্ষনে ১০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।