ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলোচিত দুই ধর্ষণ ঘটনায় দুই ধর্ষককে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সচেতন নাগরীক সমাজ। গত রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে পৌর এলাকার বিশারাবাড়ী মসজিদের ইমাম মাদরাসা ছাত্রী ধর্ষক ওবায়দুল্লাহ ও গোপিনাথপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের কলেজ ছাত্রী ধর্ষক একই কলেজের ছাত্র সাইফুল ইসলাম তুষার কে অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানানো হয়। মানববন্ধন কর্মসূচীতে সচেতন নাগরীক সমাজের পক্ষে কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সহ-সাধারন সম্পাদক সোহরাব হোসেন, সদস্য আবুল কালাম আজাদ, আবদুল হান্নান, পৌর কাউন্সিলর আবু জাহের, ওডিপি চেয়ারম্যান আজিজুল ইসলাম বাচ্চু, প্রবীন আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শহীদুল্লাহ, অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সভাপতি
আশফাতুল হোসেন ভ’ইয়া এলমান, কবি আবুল কালাম আজাদ, সিডিসি স্কুল সমন্বয়ক তাছলিমা আক্তার কাকলী, সহ-প্রধান শিক্ষক সন্ধ্যা রানী ও দুই মামলার ভিকটিম। উল্লেখ্য বিশারাবাড়ী মসজিদের সাবেক ইমাম আরবী পড়ানোর নামে এক মাদরাসা ছাত্রীকে কুফুরির ভয় দেখিয়ে ধর্ষন করলে ওই ছাত্রী অন্তসত্বা হয়ে পড়ে অপরদিকে ধর্ষক সাইফুল ইসলাম তুষার একই কলেজের ছাত্রীকে একা পেয়ে ফুসলিয়ে ধর্ষন করে। দুই ধর্ষিতার পরিবার মামলা করলেও এখনো কোন আসামীকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় সচেতন মহলে ক্ষোভ বিরাজ করছে। মানববন্ধনে বক্তাগন বলেন; দুই আলোচিত ধর্ষন ঘটনায় মামলা চলমান থাকলেও আসামী গ্রেপ্তারের ব্যাপারে পুলিশের অনাগ্রহ ও রহস্যজনক ভ’মিকায় জনমনে নানা প্রশ্ন দেখা দিচ্ছে। বক্তাগন এই দুই ঘটনাসহ সারাদেশে সকল ধর্ষন ঘটনার আসামীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমুলক শাস্তি কামনা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আইনমন্ত্রী আনিসুল হক এম.পি মহোদয়ের নিকট জোর দাবী জানান । সভাপতির বক্তৃতায় কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান বলেন; মসজিদের ইমাম থেকে যে মেয়েটি রক্ষা পেলোনা সেই ইমামকে রক্ষা করে ধর্ষিকার পরিবারকে সমাজচ্যুত করলো এটা কেমন বিচার। অন্যদিকে প্রহসনমুলক বিচারে কলেজ ছাত্রীকে গোপিনাথপুর ইউপি চেয়ারম্যান মান্নান জাহাঙ্গীর বলেন তোমাকে যে ধর্ষন করেছে তার ভিডিও তোমার কাছে আছে কিনা। ধর্ষিতাকে এমন প্রশ্ন করা কতটুকু যুক্তিযুক্ত। তিনি বিচারের নামে প্রহসনকারীদেরও আইনের আওতায় আনার দাবী জানান।