প্রশান্তি ডেক্স ॥ প্রেমিকাকে প্রমাণ দিতে গিয়ে গাজীপুরে ভুয়া এএসপি আটক করা হয়েছে। স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এএসপি পরিচয়দানকারী ওই প্রতারকের নাম কাওসার (২৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থানার মজিদপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে। জেলার মাওনা হাইওয়ে থানা পুলিশ ওই প্রতারককে আটক করে।
মাওনা হাইওয়ে থানার ওসি এ আর এম আল মামুন জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় এক যুবতীকে সাথে নিয়ে আসেন কাওসার। এ সময় ওই এলাকায় দায়িত্বরত হাইওয়ে পুলিশের কন্সটেবলদের কাছে তিনি নিজেকে গণভবন পুলিশের (এসবি) সিনিয়র এএসপি হিসেবে পরিচয় দিয়ে ৩১তম বিসিএস এ নিয়োগ পেয়েছেন বলে জানান। বিষয়টি আমাকে মোবাইল ফোনে জানানো হলে আমি তাদেরকে উড়াল সেতুর নিচে পুলিশ বক্সে বসিয়ে আপ্যায়নের জন্য বলি। পরে আমি পুলিশ বক্সে এসে দেখি ওই ব্যক্তি আমার চেয়ারে বসে আছে। তার কথাবার্তা ও আচরণ সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রকৃত পরিচয় স্বীকার করেন।
এসময় তার সাথে থাকা ওই যুবতী কৌশলে সটকে পড়েন। আটককৃতের কাছ থেকে গণভবনের একটি পরিচয়পত্র (আইডি কার্ড) এবং বাংলাদেশ পুলিশের লোগো ও বাংলাদেশ পুলিশ লেখাযুক্ত ফিতা (গলায় ঝুলানোর) জব্দ করা হয়েছে।
ওসি আরো জানান, গত কয়েকদিন আগে ওই যুবতীর সাথে সিনিয়র এএসপি হিসেবে মোবাইল ফোনে পরিচয় হয় কাওসারের। পরিচয়ের সূত্র ধরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। যুবতীর কাছে কাওসার নিজেকে এএসপি প্রমাণ করতে এসেছিল বলে আটক কাওসার প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। এ ঘটনায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে শ্রীপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ব্রাহ্মনবাড়ীয়া সদর থানায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে মামলা রয়েছে।
ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ পাঠানোর সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিঝিয়ান বলেন,‘তাইওয়ানে সামরিক অভিযান বাতিল করুক আমেরিকা।’ আমেরিকা এবং তাইওয়ানের মধ্যে সামরিক চুক্তি বাতিলেরও দাবি তুলেছে বেইজিং। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক আইন মেনেই মার্কিন বিমান বাহিনীর জাহাজ চলবে এবং বিমান উড়বে।’