ট্রাম্প করোনা নিয়ন্ত্রণ করতে পারেননি, তাঁকে ত্যাগ করা উচিত…বাইডেন

আন্তজার্তিক ডেক্স ॥ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লক্ষ্যহীনভাবে করোনাভাইরাসের নিয়ন্ত্রণ করতে চেয়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন। গত  মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বাইডেন এমন মন্তব্য করেন।

বাইডেন বলেন, ট্রাম্প করোনার মতো মহাকারিকে মোকাবেলা করতে পারেননি, তাঁকে ত্যাগ করা উচিত।  তাঁর প্রেসিডেন্টের দায়িত্বের মতোই লক্ষ্যভ্রষ্ট হয়ে করোনাভাইরাসের মতো বৈশ্বিক মহামারিকে নিয়ন্ত্রণ করতে চেয়েছেন এবং এর ফলে ফ্লোরিডা এবং সারা দেশের মানুষ পর্যাপ্ত ত্রাণ পায়নি। বাইডেন দাবি করেন, ট্রাম্পের কাজ করার ইচ্ছা নেই। সে মানুষের জীবন নিয়ে খেলেছে।

এর আগে সোমবার এই ফ্লোরিডায়ই নির্বাচনী প্রচারণা চালিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেছেন যে করোনা থেকে সুস্থ হওয়ার পর তিনি নিজের শরীরে আরো শক্তি অনুভব করছেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফ্লোরিডা অঙ্গরাজ্যে জয়ী হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে, জাতীয়ভাবে ডোনাল্ড ট্রাম্প এখনো তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেনের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে রয়েছেন। রিয়াল ক্লিয়ার পলিটিকস নামের একটি সংস্থা এসব জরিপ সমন্বয় করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ফ্লোরিডায় ৩.৭ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন।

Leave a Reply

Your email address will not be published.