তিন পরীক্ষায় উত্তীর্ণ, তবু যোগ দিতে পারেননি তাঁরা

প্রশান্তি ডেক্স ॥ প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও উপসহকারী কৃষি কর্মকর্তা পদে যোগ দিতে পারেননি দেড় হাজারের বেশি চাকরিপ্রত্যাশী। দ্রুত যোগ দেওয়ার তারিখ ঘোষণার দাবি জানিয়ে গত বুধবার সংবাদ ব্রিফিং করেছেন তাঁরা।

দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিল সুপারিশপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা ২০২০ সমন্বয় কমিটি।

সংবাদ ব্রিফিংয়ে সমন্বয় কমিটির সদস্যসচিব আহসান উদ্দিন বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা পদে ১ হাজার ৬৫০ জন নিয়োগের জন্য ২০১৮ সালের ২৩ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০১৯ সালের ২ আগস্ট প্রিলিমিনারি পরীক্ষা, ১৩ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা এবং ১৮ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৭ জানুয়ারি যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত ব্যক্তিদের তালিকা প্রকাশ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কিন্তু এখন পর্যন্ত তাঁদের যোগ দেওয়ার বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

ব্রিফিংয়ে বলা হয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর তিন বছর হতে চলেছে। আর নির্বাচিত ব্যক্তিদের তালিকা প্রকাশের পর প্রায় ১০ মাস পেরোচ্ছে। কিন্তু কোনো অদৃশ্য কারণে আজ পর্যন্ত যোগ দেওয়ার দিনক্ষণ ঠিক করা হয়নি। অতিদ্রুত যোগ দেওয়ার তারিখ নির্ধারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published.