দিল্লির চোখে বাংলাদেশকে দেখে না যুক্তরাষ্ট্র…পররাষ্ট্রমন্ত্রী

প্রশান্তি ডেক্স ॥ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ এবং সে দেশ দিল্লির চোখ দিয়ে ঢাকাকে দেখে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদেরকে ইন্ডিপেনডেন্ট (স্বাধীন) হিসেবে দেখছে, নয়াদিল্লির চোখ দিয়ে নয়। দিল্লির চোখে দেখলে তারা এখানে আসতো না।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক হয়।

 ‘যুক্তরাষ্ট্র ঢাকাকে নয়াদিল্লির চোখে দেখে’ সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এমন একটি খবরের প্রেক্ষিতে মন্ত্রী বলেন, আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। উই হ্যাভ ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপ্যালস। আমাদের পজিশনটা সবসময় ইনডিপিন্ডডেন্ট। আমরা আমাদের দেশের স্বার্থে যা করার দরকার তাই করি।

যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগানের সঙ্গে আলোচনার বিষয় নিয়ে তিনি জানান, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, ব্লু-ইকোনোমি, করোনা মোকাবেলা, যুক্তরাষ্ট্রে পলাতক বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফেরানোসহ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা (যুক্তরাষ্ট্র) এখানে এসেছে কারণ বাংলাদেশের উন্নয়নে এবং জিও পলিটিক্যাল লোকেশনে তারা আমাদের সঙ্গে সম্পর্কটা গভীর করতে চায়। তারা আমাদের সঙ্গে কাজ করতে চায়। আমাদের একটা বড় ডেভলপমেন্ট পার্টনার যুক্তরাষ্ট্র। তারা এটা বাড়াতে চায়। ইনভেস্টমেন্ট নিয়ে সরকারি ও বেসরকারিভাবে কাজ করা যেতে পারে। ব্লু ইকোনোমি নিয়ে তাদের বলেছি, আমাদের এক্সপার্টিজ নেই। আপনারা এ ব্যাপারে সাহায্য করতে পারেন। করোনা মোকাবেলা নিয়ে তারা আমাদের সঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছে।

যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে আঞ্চলিক ও বৈশ্বিক তৎপরতা বাড়ানোরও তাগিদ দেন। বিগান বলেন, ‘যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করছে। এছাড়াও রোহিঙ্গাদের মানবিক সহায়তাও অব্যাহত রেখেছে। তবে এই সমস্যা সমাধানে বৈশ্বিক এবং আঞ্চলিক তৎপরতা বাড়ানোর কোনো বিকল্প নেই।’

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র কাজ করছেন বলেও জানান যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অভিহিত করেন স্টিফেন বিগান।

তিন দিনের সফরে গতকাল দিল্লি হয়ে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান। সফরের প্রথম দিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন বিগান। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published.