২২ বছরে ৩০ বার জেলে গেছেন তিনি

প্রশান্তি ডেক্স ॥  গত ২২ বছরে ৩০ বার মাদকসহ নানা ঘটনায় গ্রেপ্তার হয়ে হয়ে জেলে গেছেন মো. ইকবাল হোসেন প্রকাশ ডাইল ইকবাল। কারাগারে গেলেও জামিনে বের হয়ে ফের একই অপরাধের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। পুলিশি গ্রেপ্তার এড়াতে বাড়িতে সিসিটিভি ক্যামেরাও লাগিয়েছেন। তৈরি করেছেন পালানোর বিশেষ পথ। কিন্তু এতো কিছুর পরেও পুলিশের কাছে ধরা পড়েছেন ইয়াবাসহ। কোতোয়ালী থানা পুলিশ ইকবালকে এসি দত্ত লেইন থেকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ পিস ইয়াবা।

গত বুধবার (২১ অক্টোবর) গ্রেপ্তারের বিষয়টি কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

গ্রেপ্তার ডাইল ইকবাল কোতোয়ালী থানাধীন এসি দত্ত লেইনের শফি সওদাগরের ছেলে। তার বিরুদ্ধে দুই ডজনের অধিক মামলা রয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, এসি দত্ত লেইন এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মো. ইকবাল প্রকাশ ডাইল ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। ইকবাল কোতোয়ালী এলাকার মাদকের গডফাদার। তাকে আমরা খুঁজছিলাম।

তিনি বলেন, ডাইল ইকবাল গত ২২ বছরে ৩০ বার গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন। তার বিরুদ্ধে দুই ডজনের অধিক মামলা রয়েছে। ইকবাল গ্রেপ্তার এড়াতে তার বাড়িতে লাগিয়েছেন সিসিটিভি ক্যামেরা। ভবনের তৃতীয় জানালা কেটে তৈরি করেছেন পালানোর বিশেষ পথ।

Leave a Reply

Your email address will not be published.