ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ মহামারি করোনার কারনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি নিয়ে অগ্রসর হতে পারছেনা মিয়ারমার। পরবর্তীতে এ নিয়ে পুনরায় আলোচনা হতে পারে। প্রত্যাবাসনের বিষয়ে চীনের পক্ষ থেকে একটি সহযোগিতার আশ^াস পাওয়া গেছে। গতকাল শনিবার (২৪ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবার সৈয়দাবাদ সরকারী বিশ^বিদ্যালয় কলেজের আয়োজনে মুজিব বর্ষ উপলক্ষে কলেজ পাঠাগারে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ বিষয়ক বই প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র সিনিয়ির সচিব মাসুদ বিন মোমেন এসব কথা বলেন। সৈয়দাবাদ সরকারী বিশ^বিদ্যালয় কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.আবু ঈসহাক ভূইয়া সভাপতিত্বে বই প্রধান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা
প্রশাসক হায়াত উদ দৌলা খান, উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.রাশেদুল কাওসার ভ’ইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, পররাষ্ট্র সচিবের মাতা জাহানারা বেগম, চাচা সাবেক কূটনীতিক আবদুল হান্নান, সচিবের সহধর্মীনি অর্থনীতি ও উন্নয়ন বিশেষজ্ঞ ফাহমিদা জাবীন, শ^শুড় সাবেক অতিরিক্ত সচিব লুৎফুল কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দীকি, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান ও বিনাউটি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন। কলেজ শিক্ষক তাজুল ইসলামের হানিফের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাজমুল আলম খান বেদন ও অত্র কলেজের সাবেক ভিপি আলমগীর হোসেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পরে তিনি কলেজ আঙ্গিনায় বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করেন।