কসবায় ট্রাক, সিএনজি ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত ॥ আহত ৪

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক, সিএনজি চালিত অটো রিকশার ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে তিনজন যাত্রী নিহত হয়েছে। গত শুক্রবার দুপুর দুইটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার সৈয়দাবাদ বাসষ্ট্যান্ড থেকে ১ কিলোমিটার অদুরে এই দূর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে খাটিহাতা হাইওয়ে পুলিশ এসে গাড়িগুলোকে উদ্ধার করে রাস্তার যানবাহন চলাচল স্বাভাবিক করে। প্রত্যক্ষদর্শীরা জানায় , গত শুক্রবার দুপুরের দিকে রয়েল সিমেন্টের একটি ট্রাক কুমিল্লা অভিমুখে যাচ্ছিল।

প্রথমে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে ধাক্কা লাগে ট্রাকটির। তাৎক্ষণিক ট্রাকটি সামনের দিকে যেতে চাইলে বিপরীত দিকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটো রিকশাকে চাপা দেয়। এতে সিএনজি ও মাইক্রোবাসে থাকা ৭জন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। বাকীদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর আহত ৪ জনের মধ্যে ২জনের অবস্থা আশংকাজনক। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published.