প্রশান্তি ডেক্স ॥ রাজধানীর সংসদ ভবন সংলগ্ন ইন্দিরা রোডে হঠাৎ একের পর এক বিস্ফোরণে পাঁচটি ম্যানহোল ও স্ল্যাব উড়ে গেছে। এতে কেউ হতাহত না হলেও স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। এতে পাঁচটি ম্যানহোলের স্ল্যাব উড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল পৌনে তিনটার দিকে সংসদ ভবন সংলগ্ন খামারবাড়ি দিকে যেতে ইন্দিরা রোডের শেষ মাথায় বিকট আওয়াজ তুলে পর পর পাঁচটি বিস্ফোরণের আওয়াজ শোনা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে সড়কের ম্যানহোলের পাঁচটি স্ল্যাব উড়ে যায়। সড়কটিতে ছোট বড় কয়েকটি গর্ত তৈরি হয়। ঘটনার পর পরই ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশনের লোকজন সেখানে যায়। ফায়ার সার্ভিসের দলটি সড়কের নিচের গ্যাস ও ময়লা পরিষ্কার করে চলে যায়।
ওই সড়কের একটি বাড়ির নিরাপত্তাকর্মী নাজমুল খান বলেন, রাস্তায় তখন মানুষ ছিল না। কেবল একটা প্রাইভেটকার ছিল। একটার পর একটা ম্যানহোলে বিকট আওয়াজে বিস্ফোরণ হচ্ছিল। প্রাইভেটকারটি তখন থেমে যায়। বিস্ফোরণের পর আমি জরুরি সেবা ৯৯৯ এ ফোন করি। এরপর ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের লোকেরা আসে।
স্থানীয়রা জানিয়েছেন, ২০১৮ সালের মার্চ মাসে পূর্ব রাজাবাজার এলাকায় একই ধরনের গ্যাসের বিস্ফোরণ ঘটে। ইন্দিরা রোডের এই অংশেও তারা গ্যাসের গন্ধ পেয়েছেন। গ্যাসের এই সমস্যার কথা ঢাকা ওয়াসা ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউশন কোম্পানিকে বেশ কয়েকবার জানিয়েও কোনো সমাধান তারা পাননি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান বলেন, ইন্দিরা রোডের স্পটে প্রায়ই লাইন ফুটো হয়ে গ্যাস বের হয়। প্রায়ই গন্ধ ছড়ায়। এলাকাবাসী এ নিয়ে অভিযোগও করেন। তিনি বলেন, ওয়াসা ও তিতাসকে এটি ঠিক করতে বারবার চিঠি দিয়েও কোনো লাভ হয়নি।