সময় এসেছে ন্যায় বিচার দেখার। এই বছরটি এমনকি আগামী বছরটিকে ন্যায় বিচারের বছর বললেও বেশী বলা হবে না। বিশ্ব এখন ন্যায় বিচার দেখছে এবং এরই কার্যকরী যোগউপযোগী দৃশ্যমানতা বিরাজমান দেখা যাচ্ছে। ন্যায় বিচারের যে দৃশ্যমানতা দেখা যাচ্ছে তা আরো বৃদ্ধি পাবে বলে দৃঢ় বিশ্বাস। দেশীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে ন্যায় বিচারের সুবাতাস বইছে এবং এর ধারাবাহিকতায় মানুষ এখন বিচার ব্যাবস্থার দারস্থ হচ্ছে। এই বছরটিকে ন্যার্যতার বছর হিসেবে চিহ্নিত করার সঙ্গে আগামী বছরকেও ন্যার্যতার ধারাবাহিকতা রক্ষার বছর হিসেবে কার্যকরী ভুমিকা রাখার বছর হিসেবে কাজ করবে বলে ধীর বিশ্বাস।
বাংলাদেশে আমাদের সামাজিক ও রাজনৈতিক এবং পারিবারিকভাবে এই ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হওয়ার লগ্নে করোনা নামক মহামারি কার্যকরী ভুমিকা রাখতে ব্যর্থ হয়েছে। তবে করোনা ভীতির কারণে কিছুটা ইতি ও নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। তবে ঐ ন্যায় বিচারের ধীরগতি করোনা নামক ব্যাধিতে পর্যবসিত হচ্ছে। তবে মানুষের বিভেক ও আবেগের জায়গাগুলোকে নতুনভাবে সাজাতে নাড়া দিয়েছে। তবে মূল্যবোধের ব্যবহারে ঐ করোনা নেতিবাচক প্রভাব বিস্তার করেছে। তাই এই করোনা প্রভাব কাটিয়ে উঠতে বিশ্বকে মুল্যবোধ প্রয়োগে কঠিন ও কঠোর সংগ্রাম করে যেতে হচ্ছে। এই সংগ্রামে জয়ী হতে হলে অবশ্যই মূল্যবোধ প্রয়োগে কোন প্রকার আপোষ করা চলবে না এমনকি খোদায়ী মূল্যবোধ বিরাজমান রাখতে সচেতন হয়ে কাজ করতে হবে। সকল লোভ-লালসার উর্ধে উঠে জাগতিকতাকে বিসর্জন দিয়ে সকলে একযোগে কাজ করতে হবে। আর এই কাজের সময় এখনই।
আজ ন্যায় বিচারের বানী প্রচারিত হচ্ছে সমগ্র বিশ্বে। আমাদের দেশের কৃষক, শ্রমিক, ধনী-গরীব সকলকেই এই ন্যায় বিচারের বানী উচ্চারনে এবং এর সুফল ভোগে বিচার ব্যবস্থার দ্বারস্থ হচ্ছে। কিছু কিছু সুফলও পাচ্ছে। তবে এটা যে আমাদের দেশেই হচ্ছে তা কিন্তু নয় বরং সমগ্র বিশ্বেই এর প্রতিফলন প্রতিবিম্ভিত হচ্ছে। বিশ্বের সবচেয়ে শক্তিধর ও শক্তিশালী ব্যক্তিটি এমনকি রাষ্ট্রের প্রধান স্বয়ং নিজেই এই ন্যায় বিচারের জন্য বিচার ব্যবস্থার কাছে নিজেকে সমর্পন করে দিয়েছে। এই সংস্কৃতি এবং আস্থা ও বিশ্বাস আমাকে আমার উপলব্দি ন্যায় বিচারের বছর হিসেবে বলার যুক্তি ও আখাঙ্খা এবং অভিপ্রায়কে যুক্তযুক্ত করেছে। তাই ন্যায় বিচার দেখতে এবং পেতে ও বিশ্বে দৃষ্টান্ত হিসেবে সুপরিচিতি অর্জনে সহায়তা করে এগিয়ে নিতে আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে কাজ করি। সরকার এবং জনগণ এমনকি প্রাতিষ্ঠানিত ব্যবস্থাগুলোকে সক্রিয় করে নিজের দায়িত্ব পালনে এগিয়ে যাই। সরকার + জনগন + প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে ঐক্যের ভিত্তিতে কাজ করতে সমন্বিত পদক্ষেপে লক্ষ্য স্থির করে খোদায়ী মূল্যবোধের ব্যবহার বৃদ্ধিকল্পে পৃথিবীর গতি প্রকৃতি নিয়ন্ত্রন করে শান্তি ও স্থিতিশীলতা উন্নয়ন ও অগ্রগতি আনয়নে একযোগে কাজ করতে হবে। আসুন আমরা সকলে এই বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার চর্চাকে সর্বাঙ্গে রেখে সামনে এগিয়ে যাই।