প্রশান্তি ডেক্স ॥ নওগাঁর সদরে স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে তোফাজ্জল হোসেন (৩৬) নামের এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নওগাঁ সদর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
জানা যায়, সদর উপজেলার হাড়িয়াগাছি গ্রামের হাড়িয়াগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমএলএসএস তোফাজ্জল হোসেন ছুকর সাথে অনেক আগে থেকেই একই গ্রামের দিলদার হোসেনের স্ত্রী মনি বেগমের প্রেমের সম্পর্ক রয়েছে বলে পরিবারের লোকজন সন্দেহ করে আসছিল।
এই সন্দেহে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তোফাজ্জল হোসেন ছকুকে দিলদার হোসেন ও তার দলবল রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গাছের সাথে বেঁধে ব্যাপক মারধর করে। মারধরের এক পর্যায়ে ছকু জ্ঞান হারিয়ে ফেললে চুরির অভিযোগ এনে নওগাঁ সদর থানায় খবর দেয় দিলদার হোসেন। খবর পেয়ে পুলিশ আসলে ছকুর শারীরিক অবস্থা দেখে হাসপাতালে চিকিৎসার পরামর্শ দিয়ে পরিবারের নিকট হস্তান্তর করে চলে যায়।
ছকুর পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে গিয়ে রাতে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। পরদিন বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ছকুর শারীরিক অবস্থার অবনতি হতে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়। তোফাজ্জল হোসেন ছুক বিবাহিত এবং দুই সন্তানের জনক। মৃত্যুর খবর পাওয়ার পর থেকে দিলদার হোসেন পলাতক রয়েছে।
পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।