আওয়ামী লীগ লুটেরাদের দল…সেলিমা রহমান

প্রশান্তি ডেক্স ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আওয়ামী লীগ লুটেরাদের দল। মানুষ আজ অসহায়, তাদের কোনো অধিকার নেই। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আজ দ্রব্যমূল্য আকাশচুম্বি। শেয়ারবাজার লুট করে খেয়েছে আওয়ামী লীগের লোকজন।

গত বুধবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত করোনা প্রতিরোধে জনসচেতনতা ও স্বাস্থ্যসেবা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, করোনার সময় জনগণের টাকা কীভাবে লুটপাট করে খেয়েছে, সব মানুষ জানে। বর্তমান সরকার করোনাকে বাণিজ্য হিসেবে নিয়ে জনগণের টাকা লুটেপুটে খেয়েছে।

তিনি বলেন, আজ সাধারণ মানুষ চিকিৎসা পায় না। এই করোনাকালে জিয়াউর রহমান ফাউন্ডেশন জনগণের সেবায় কাজ করছে। জনগণের উন্নয়নে কাজ করে গেছেন জিয়াউর রহমান। তার ফাউন্ডেশনও সংকটকালে জনগণের জন্য কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুন্নবী খান সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.