ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবার এক ব্যক্তিকে গায়েবী মামলায় জড়িয়ে হাজতে পাঠালে কসবা থানা দারোগা হারুনুর রশিদকে স্বশরীরে হাজির হয়ে কারন দর্শাতে নির্দেশ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট । জানা যায়, গত ১১নভেম্বর আসামী মো.খলিল প্রকাশ সুমন (২৭) পিতা, মানিক মিয়া প্রকাশ আবুদর রহিমকে গ্রেপ্তার কসবা থানা পুলিশ। মোমলা দুটি হলো ঢাকা পল্লবী থানার মামলা নং ৫৮/৭৬৩ তারিখ ২৭-১০-২০১৮ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর (সংশোধনী-৩) এর ৯ (১), ও মিরপুর মডেল থানায় মামলা নং-৬৩, তারিখ-৩০-০৮,২০১৬ ধারা ৩৮৫/৫০৬ পেনাল কোড। এ ব্যাপারে দারোগা হারুনুর রশিদের সাথে যোগাযোগ করলে তিনি জানান, কসবা থানা মামলার স্থলে ডিএমপি’র পল্লবী থানা ও মিরপুর থানার মামলা দুটি কম্পিউটারে সিডিএমএস সার্ভারে আসামীর ঠিকানা একই এলাকায় হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শন হওয়ায় এটি প্রদর্শনগত ও অনিচ্ছাকৃত ভূল হয়েছে। এ ব্যাপারে গ্রেফতারকৃত খলিলের বড় ভাই গেদু মিয়া জানান, দলীয় প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে পুলিশ এ কাজ করেছে। ঢাকার কোনো থানায়ই তার ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা নেই। কসবা থানা অফিসার ইনচার্জ লোকমান হোসেন বলেন; এ ঘটনায় দারোগা হারুনুর রশিদকে কসবা থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post