ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ

আন্তজার্তিক ডেক্স ॥ দক্ষিণ এশিয়ার সংখ্যালঘুসহ যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাদেশি একটি সংস্থা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে। ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা সংঘটিত করায় পাকিস্তানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা। গত ১৪ ডিসেম্বর ছবিসহ এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

বেশ কয়েকজন বিক্ষোভকারী পতাকা, প্ল্যাকার্ড বহন করেন এবং পাকিস্তানবিরোধী স্লোগান দেন।

পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ চলাকালে আয়োজক প্রাণেশ হালদার এএনআই-র সঙ্গে কথা বলেন। তিনি ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধী বিচারের মুখোমুখি করার আহ্বান জানান। তিনি বলেন, আমরা চাই, পাকিস্তান ধর্ষণ ও হাজার হাজার নারী ও শিশুকে হত্যার দায়ে বিচার করুক।

এএনআইকে আরেক বাংলাদেশি আমেরিকান দেবাতোষ মজুমদার বলেন, তার পরিবারের এক সদস্য সাত দশক আগে নিখোঁজ হয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর তারা জানতে পারেন, তাদের পরিবারের সেই সদস্যকে পাকিস্তানিরা হত্যা করেছিল।  

Leave a Reply

Your email address will not be published.