জুতা পায়ে শহীদ মিনারে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতাকর্মীরা

প্রশান্তি ডেক্স  ॥  শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে ছবি তুলেছেন ভোলা চরফ্যাশন উপজেলার শশীভূষণ রসূলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির পন্ডিত, ইউনিয়ন যুবলীগের সভাপতি জুয়েল ও আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান ছাদু মোল্লাসহ যুবলীগ নেতাকর্মীরা। বিজয় দিবসের প্রথম প্রহরে গত মঙ্গলবার রাত ১২টার পর বেগম রহিমা ইসলাম ডিগ্রী কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার (বেদিতে) জুতা পায়ে উঠে এ ফটোশেসন করেন তারা।

ছবিতে ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীদের দেখা যায়

এ ছবি সামাজিক যোগাযোগ ভাইরাল হয়। এ ঘটনায় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ছবিতে ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীদের দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত রাতে ছবিটি পোষ্ট করেন স্থানীয় মো. আমজাদ। পরে জুতা পায়ে শহীদ মিনার অবমাননার ছবিটি ভাইরাল হয়ে যায়। 

এ ব্যাপারে রসূলপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির পন্ডিত জানান, ‘রাত ১২টার পর রসূলপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে ফুল দেওয়ার পর শহীদ মিনার থেকে অনেক দূরে নেতাকর্মীদের অনুরোধে এ ফটোসেশন করা হয়।’

এ ব্যাপার শশশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি এই মাত্র আপনার মাধ্যমে জানতে পারলাম।’

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের বলেন, ‘বিষয়টি শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।’

Leave a Reply

Your email address will not be published.