ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন, দেশবাসী দেখতে পাচেছ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে তারা কি খেলা খেলার চেষ্টা করছে। বঙ্গবন্ধুর ভাষ্কর্যতে চুল পরিমান আচর দেয়ার মানেই হচ্ছে আমাদের বুকে লাথি মারা। আমরা এটা সহ্য করবোনা। তিনি বলেন দেশের জনগন শান্তিপ্রিয়। আমরা ধৈর্য ধরবো। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে আইনমন্ত্রী আরো বলেন , এসব ষড়যন্ত্র, অপকর্ম ও ধ্বংসলীলা বন্ধ করেন। তা না হলে আইন কিন্তু তাঁর নিজস্ব গতিতেই চলবে এবং তখন আপনাদেরকে কেউ ক্ষমা করবেনা। এটা হচ্ছে জনগনের বক্তব্য। গত বুধবার দুপুরে (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের আলোচনা অনুষ্টানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন; যারা ১৯৭১ সালে পরাজিত শক্তি ১৯৭২ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুকে হত্যার চেষ্টায় লিপ্ত ছিলো এবং ৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিলো। তারা ১৯৭৫ সাল থেকে ১৯৯৬ সাল এবং ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত চেষ্টা করেছিলো কিভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে কিভাবে সম্পুর্ন ধুলিস্যাত করা যায়, কিভাবে বাংলাদেশের মাটি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা যায়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারনে পরাজিত শক্তির সব প্রচেষ্টা ব্যার্থ হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন; উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভ’ইয়া জীবন, উপজেলা সহকারী কমিশনার ভ’মি হাছিবা খান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন বকুল ,পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, কসবা থানা ওসি লোকমান হোসেন সহ অন্যরা। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংবাদিক,শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আইনমন্ত্রীর পক্ষ থেকে উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post