চাপের মুখে সৌদিকে আরও এক বিলিয়ন ডলার ফেরত দিল পাকিস্তান

আন্তজার্তিক ডেক্স  ॥  ব্যাপক চাপের মুখে সৌদি আরবকে আরও এক বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করেছে পাকিস্তান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বুধবার বলেন, ‘আমরা এক বিলিয়ন ডলার সৌদি আরবে পাঠিয়ে দিয়েছি।’

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, আগামী মাসে রিয়াদকে আরও এক বিলিয়ন ডলার ঋণের অর্থ পরিশোধ করা হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানছবি: রয়টার্স

পাকিস্তানকে তিন বিলিয়ন ডলার ঋণ দিয়েছিল সৌদি আরব। পরে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হলে সময়ের আগেই সেই ঋণ পরিশোধ করতে পাকিস্তানকে চাপ দেয় সৌদি আরব।

গত জুলাই মাসে পাকিস্তান প্রথম কিস্তিতে সৌদি আরবকে ১ বিলিয়ন ডলার পরিশোধ করে। এবার দ্বিতীয় কিস্তিতে ১ বিলিয়ন ডলার সৌদি আরবকে ফেরত দিল পাকিস্তান। এখন বাকি রইল ১ বিলিয়ন ডলার।

সৌদির ঋণের অর্থ পরিশোধ করতে চীনের কাছে হাত পাততে বাধ্য হয় পাকিস্তান। সৌদির ঋণ শোধে সম্প্রতি পাকিস্তানকে তাৎক্ষণিকভাবে দেড় বিলিয়ন ডলার ঋণ দিতে সম্মত হয় চীন।

২০১৮ সালের শেষ দিকে পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলার ঋণ দেয় সৌদি আরব। এ ছাড়া পাকিস্তানকে ৩ দশমিক ২ বিলিয়ন ডলার বাকিতে তেল কেনার সুযোগ দেয় সৌদি। কিন্তু পরে সৌদি আরব ঋণের অর্থ চেয়ে বসে। পাশাপাশি বাকিতে তেল কেনার সুযোগ বন্ধ করে দেয়।

মূলত কাশ্মীর ইস্যুতে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়। এর জেরে সৌদির চাপে পড়ে পাকিস্তান। সম্পর্ক ঠিক করতে পাকিস্তান নানা তৎপরতা চালালেও সৌদির মন গলাতে পারেনি ইসলামাবাদ।

Leave a Reply

Your email address will not be published.