যুক্তরাষ্ট্রে বিজয়ের আনন্দবঞ্চিত লাখো বাংলাদেশি

প্রশান্তি ডেক্স ॥  মহামারী করোনার কারণে যুক্তরাষ্ট্রের প্রায় ৩৫টি অঙ্গরাজ্যে বসবাসকারী লাখ লাখ প্রবাসী বাংলাদেশি এবার প্রথমবারের মতো বিজয় দিবসের আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন। 

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় প্রবাসীদের প্রায় দুই শতাধিক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পরিচালনায় পূর্বের মতো এবার কোনো বিজয় দিবসের কর্মসূচি গ্রহণ করেনি। 

করোনাভাইরাস শুরুর প্রথম দিকেই নিজেদের ও অন্যদের বাঁচাতে দেশটির ৫০ অঙ্গরাজ্যে গণজমায়াত নিষিদ্ধ করা হয়।

প্রথম দফা করোনাভাইরাসের আতঙ্ক কেটে ওঠার পর মানুষ কেবল বাইরে বের হতে শুরু করেছিল। কিন্তু দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় আবার সবকিছু থেকে গেছে। 

গোটা যুক্তরাষ্ট্রে প্রায় চার লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি নিজ নিজ ঘরে অবরুদ্ধ হয়ে পড়েছেন। 

জরুরি প্রয়োজন ছাড়া এখন আর কেউ ঘরের বাইরে যাচ্ছেন না। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর আবারও ভুতুরে নগরীতে পরিণত হয়েছে। 

অফিস আদালতসহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাই প্রবাসীরা স্ত্রী-সন্তান নিয়ে ঘরে বসেই দিন কাটাচ্ছেন। সীমিত সংখ্যক মানুষ যারা অতি প্রয়োজনীয় বিভিন্ন দফতরে কাজ করেন শুধু তারাই কর্মস্থলে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত অঙ্গরাজ্য নিউইয়র্ক, নিউজার্সি, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়া, পেনসিলভানিয়া, জর্জিয়া, কানেকটিকাট এবং ওয়াশিংটন ডিসির প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠান আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা প্রতি বছরেই মহাধুমধামে বিজয় দিবস পালন করে থাকেন। কিন্তু করোনাভাইরাসের ফলে এবার কোনো আয়োজন তারা করছেন না।তবে ছোটখাটো ভার্চুয়াল অনুষ্ঠান করতে পারেন বলে উল্লেখ করেছেন আয়োজকরা। প্রতি বছর শুধু নিউইয়র্ক অঙ্গরাজ্যেই প্রায় অর্ধশত মঞ্চে বিজয় দিবস পালন করে থাকেন প্রবাসীরা। আয়োজকরা বাধ্য হয়েই এ ধরনের অনুষ্ঠানের কোনো আয়োজন করেননি। তবে কিছুসংখ্যক সংগঠন ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করেছে।

Leave a Reply

Your email address will not be published.