ভজন শংকর আচার্য্য, কসবা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গত বুধবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার পৌর এলাকার গুরুহিত গ্রামের সরকারি খালের উপর নির্মানাধীন এই স্থাপনা উচ্ছেদ করা হয়। অবৈধ স্থাপনা উচেছদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান। জানা যায়, পৌর এলাকার গুরুহিত গ্রামের পাশে খালের উপর অবৈধ স্থাপনা নির্মান করছিলো দিদারুল ইসলাম
নামে ওই গ্রামেরই এক লোক। খালের উপর নির্মিতব্য অবৈধ স্থাপনার বিষয়ে উপজেলা প্রশাসনের নিকট অভিযোগ দেয় কসবা সদর ইউনিয়ন ভূমি অফিসের লোকজন। ফলে গতকাল বুধবার সকালে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান বলেন; উপজেলার পৌর এলাকায় সরকারী খালের উপর অবৈধ স্থাপনা নির্মান করা হচ্ছিল। খবর পেয়ে এই অবৈধ স্থাপনা ভেকু মেশিন দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানান তিনি।