মোদিকে রক্তে লেখা চিঠি পাঠালেন কৃষকরা

ছবি: সংগৃহীত

আন্তজার্তিক ডেক্স ॥  কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত ভারতের কৃষকরা এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজেদের রক্ত দিয়ে চিঠি লিখে পাঠিয়েছেন। গত  মঙ্গলবার তারা প্রধানমন্ত্রীকে রক্ত দিয়ে লেখা ওই চিঠি পাঠান। খবর আনন্দবাজারের।
 
গত ২৮ দিন ধরে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছেন ভারতের কৃষকরা। এর পরও সরকারের পক্ষ থেকে আইন বাতিলের কোনো সিদ্ধান্ত আসেনি। 

আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার সিংঘু সীমান্তে রক্তদান কর্মসূচির আয়োজন করেন কৃষকরা। সেখান থেকে সংগৃহীত রক্তে প্রধানমন্ত্রী মোদিকে একাধিক খোলা চিঠি লেখেন তারা।

চিঠিতে লেখা হয়েছে– ‘নরেন্দ্র মোদিজি, সুপ্রভাত। আমরা আমাদের রক্ত দিয়ে এই চিঠি লিখছি। আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমাদের দেয়া ভোটে জিতেই আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। তিনটি আইন পাস করিয়ে কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আপনাকে অনুরোধ করি– এই তিনটি আইন ফিরিয়ে নিন।’

চিঠির পাশাপাশি রক্ত দিয়ে একাধিক স্লোগানও লিখেছেন কৃষকরা। তারা লিখেছেন– ‘কালাকানুন ফিরিয়ে নিন’, ‘কালাকানুন বাতিল করতে হবে’।

সিংঘু সীমান্তে মঙ্গলবার প্রায় শতাধিক কৃষক রক্তদান করেন। সেখান থেকেই রক্ত নিয়ে পোস্টার লেখা হয়। এর আগে এক শিখ নেতা আত্মাহুতি দিয়ে কৃষি আইন বাতিলের দাবি জানান।

এদিকে মঙ্গলবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের যাত্রাপথের মধ্যেই কালো পতাকা দেখান কৃষকরা। গাড়িবহর আটকে দেয়ার চেষ্টা করেন তারা। পরে পুলিশের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়।

iঅন্যদিকে এই আন্দোলন ভিন্নমাত্রা পাচ্ছে রাহুল গান্ধীর সিদ্ধান্তে। দলীয় এমপিদের নিয়ে গত ২৪ ডিসেম্বর কৃষকদের সমর্থনে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published.