ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার সীমান্ত সংলগ্ন গ্রাম তারাপুরে তমা গ্রুপের কর্মচারী আবদুল মালেকের বসতঘরে আগুন লেগে তার সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার সকালে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানা যায়।
নিস্ব হয়ে গেছে আবদুল মালেকের পরিবার। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানায়, মঙ্গলবার সকালে হঠাৎ করে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ঘুমন্ত আবদুল করিমকে ঘর থেকে সবাই টেনে হিঁচরে ঘর থেকে বের করে। এতে ওই পরিবারের স্বর্ণালংকার সহ প্রায় ৬/৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই। তাদের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে কুটি-চৌমুহনী থেকে দমকল বাহীনির লোকজন এসে আগুন নেভায়। খবর পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে দেখতে বাড়িতে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম ও পৌর প্যানেল মেয়র মো.আবু জাহের। নেতৃবৃন্দ আইনমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে ১০০ কেজি চাল এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ে পক্ষ থেকে ৫টি কম্বল প্রদান করেন। এছাড়াও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।